মোহসিনা বেগম-এর ভগ্নাংশ ! উপর সাইফুল্লাহ্ কমেন্ট করেছেঃ অনেক দিন পর গল্প-কবিতায় আসলাম। প্রথমেই আপনার লেখাটা পরলাম। কোন মন্তব্য করতে পারলাম না। প্রিয়তে রেখে দিলাম। শুভ কামনা রইলো..........
কনা-এর ফাগুন চিরন্তন লাল উপর সাইফুল্লাহ্ কমেন্ট করেছেঃ আনেক মাস হল গল্পকবিতায় লেখা হয় না। শুধু লেখা না, আসাও হয় না আনেক দিন। যারা আমাকে মনে করে তাদের লেখা পড়া হয় না, পড়া হয় না আমার প্রিয় মানুষ গুলোর লেখাও।
আনেক দিন পরে এসে প্রথম আপনার লেখটা পড়লাম।
"....ক্লান্ত অথচ
তার রক্তবীজে জ্বলে আগুন......
........... আরও দেখুনআনেক মাস হল গল্পকবিতায় লেখা হয় না। শুধু লেখা না, আসাও হয় না আনেক দিন। যারা আমাকে মনে করে তাদের লেখা পড়া হয় না, পড়া হয় না আমার প্রিয় মানুষ গুলোর লেখাও।
আনেক দিন পরে এসে প্রথম আপনার লেখটা পড়লাম।
"....ক্লান্ত অথচ
তার রক্তবীজে জ্বলে আগুন......
...................................................
এখনও শিমুল ফোটে
এখনও মানুষ সঙ্গোপনে
লড়ে যায়"
খুব ভালো লাগলো। অনেক গভীর চিন্তা করতে পারি না, তাই ভালো মন্তব্যও করতে পারি না। তবুও বলছি ছোটর ভিতর অনেক সুন্দর একটি কবিতা। কথাগুলো সুন্দর, তবে মনে হল দু'চারট লাইন পথ খুজে পাচ্ছিল না। আর তা না হলে হয়ত অসাধারন বলা যেত।
শুভ কামনা আপনার জন্য। কম
মন্তব্য করুন