তানি হকএত্ত সুন্দর একটা কবিতা ..এমন হটাত শেষ ! ...কি বলব বুঝতে পারছিনা ..ঠিক আছে রাগ করলামনা ..ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য ...তবে সতর্ক করে গেলাম ..আগামীতে এমন সুন্দর কবিতা লিখে যদি এমন ঠাস করে শেষ করে ফেলেন ,,তাহলে রাগ করব সন্দেহ নেই .... আরও দেখুনএত্ত সুন্দর একটা কবিতা ..এমন হটাত শেষ ! ...কি বলব বুঝতে পারছিনা ..ঠিক আছে রাগ করলামনা ..ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য ...তবে সতর্ক করে গেলাম ..আগামীতে এমন সুন্দর কবিতা লিখে যদি এমন ঠাস করে শেষ করে ফেলেন ,,তাহলে রাগ করব সন্দেহ নেই ...অনেক অনেক ভালো থাকুন .. :)
রফিকুজ্জামান রণি-এর বাবার উপদেশ উপর রফিকুজ্জামান রণি কমেন্ট করেছেঃ ami jugay jugay ashi bondura! tai main korban na ............................karun.....................................sha pora hobay ...................sobai valo thakban ....................donnobad/
গন্তব্য যতো নিকটই হোক না কেন তোমাকে ভাবতে হবে_ পথ আমার দুর্গম আমাকে হাঁটতে হবে কণ্টকাকীর্ণ পথে সাফল্য যতো বড়'ই হোক না কেন তোমাকে ভাবতে হবে_ এ আমার জীবনে যথেষ্ট নয় নিতে হবে আরো বড় কিছু অর্জনের দৃঢ়প্রত্যয় ব্যর্থতা যতো বিষাদই হোক না কেন তোমাকে ভাবতে হবে...
রফিকুজ্জামান রণি
ami jugay jugay ashi bondura! tai main korban na ............................karun.....................................sha pora hobay ...................sobai valo thakban ....................donnobad/
সিয়াম সোহানূর
ঝড় যতো প্রচণ্ডই হোক না কেন
তোমাকে ভাবতে হবে_ এটা কিয়ামত নয়
এ ঝড় আমার হাতের রুমালও কেড়ে নিতে পারবে না। ---------------------- অসাধারণ ! আশা ও উদ্দীপনা জাগানিয়া চমৎকার কবিতা। ভাললাগা ও ভালবাসা রইলো।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
ঝড় যতো প্রচণ্ডই হোক না কেন
তোমাকে ভাবতে হবে_ এটা কিয়ামত নয়
এ ঝড় আমার হাতের রুমালও কেড়ে নিতে পারবে না। // বাবার প্রকৃত উপদেশ কবিতায় বেশ সাবলিলতায় ফুটে উঠেছে....খুব মান সম্মত একটি কবিতা ....রনি ভাই আপনাকে অশেষ শুভকামনা....
সাড়ে সাত বছর পর ডাকাতিয়ার দুর্দান্ত ব্রিজ তোমাকে সামনে এনে দাঁড় করিয়েছে আমার কিছুই দেখা হয় নি সেদিন; দোয়েল ডানা চুল, রৌদ্রঝিলিক হাসি, মাঘী পূর্ণিমার অবয়ব। কিছুই না। শুধু ভরত রাজার প্রাচীন দেউলের মতো দুটি চোখ আত্মসমর্পণ করেছিলো এক স্বস্বীকৃত কবির কা...
জালাল উদ্দিন মুহম্মদ
প্রেমজীবনের হস্তবুদ সাজিয়ে দেখি_ /
আমার ভাগে এক জোড়া শূন্য /
বাকি সবঃ তোমার । // ------ অনন্য ও সুন্দর কবিতা। শব্দ বুননে অন্যরকম একটা কারিশমা আছে। অভিনন্দন ও শুভকামনা কবির জন্য।
রোদের ছায়া
আমার খুব ভালো লাগলো কবিতা ..অল্প কথায় বেশ সুন্দর ভাব প্রকাশ পেয়েছে , দোয়েল ডানা চুল আর হস্তবুদ একটু ব্যাখ্যা করলে বুঝতে একটু বেশি সুবিধা হত...
লুতফুল বারি পান্না
"দোয়েল ডানা চুল, বৌদ্রঝিলিক হাসি. মাঘী পূর্ণিমার অবয়ব" "ভরত রাজার প্রাচীন দেউলের মতো দুটি চোখ" এমন চমৎকার সব নিজস্ব উপমার বুনন রীতিমত মুগ্ধ করে দিল। এটাই তো সৃজনশীলতা। কবির ফিরে আসাকে স্বগতম।
শাহ্নাজ আক্তার-এর সুখপঙ্খির ফেরার অপেক্ষায় উপর রফিকুজ্জামান রণি কমেন্ট করেছেঃ অপো চমত্কার লাগলো ! তাই ৫ দিতেই হলো !
``সতেরোশো ক্রোশ পথ অতিক্রম করে
এক ফালি সুখের ছোয়া কুড়িঁয়ে পেয়েছি।
কত লড়াই কত ঝড় তুফানে ও আমি ভেঙে পড়িনি
কত চাকচিক্যময় নতুন বিষয় ও আমাকে পাল্টাতে পারেনি,
সাপের মরনাত্মক ছোবলে ও হইনি বিষাক্রান্ত
আমি আমার ... আরও দেখুনঅপো চমত্কার লাগলো ! তাই ৫ দিতেই হলো !
``সতেরোশো ক্রোশ পথ অতিক্রম করে
এক ফালি সুখের ছোয়া কুড়িঁয়ে পেয়েছি।
কত লড়াই কত ঝড় তুফানে ও আমি ভেঙে পড়িনি
কত চাকচিক্যময় নতুন বিষয় ও আমাকে পাল্টাতে পারেনি,
সাপের মরনাত্মক ছোবলে ও হইনি বিষাক্রান্ত
আমি আমার অবস্থানে দিব্যি অনড় ছিলাম।
সমুদ্রের অথৈ নোনাজলে হাবুডুবু দিতে গিয়ে
হাতড়িয়ে পেলাম একটুকরো খড়কুটো ,
যা আমার সুখ, যা আমার শান্তি।
অস্থিরতার সীমাহীন এই পৃথিবীতে
ওই টুকুই আমার একমাত্র সুখের জায়গা,
ঢেউয়ের ভেলায় ভাসতে ভাসতে জীবন বহমান
সময়ের নতুন পরিবর্তনে ভিন্ন আহবান
পাল্টে যায় চেনা মানুষ , চেনা গন্ধ, চেনা অবন্থান
শুধু এই আমি একই ভাবে স্থীর বিদ্যমান।
নতুনত্বের রূপালি মেলাতে হারিয়ে যেতে দেইনি
কারো নজর না লাগে,
দীর্ঘ নখের আচরে রক্তাক্ত জখমে নীলাভ করে
আবদ্ধ ঘরে বুক দিয়ে আগলে রেখেছিলাম।
অথচ এত সহজেই না আক্রোশিত কন্ঠে উচ্চারিত হলো " স্বার্থপর"
মুক্ত পাখির মত উড়িয়ে দিলাম পৃথিবীর আকাশে
যা আমার ছিল, তা আমারই আছে।
হৃদয়ের অতল গহীনে চুপটি করেএকটি জায়গা
শূন্য করে রাখা আছে ।
না, নতুন কোনো অতিথি পাখির জন্যে নয়,,
আমার সেই হারিয়ে যাওয়া ... কম
হাসান আবাবিল-এর ফুল পরীদের দেশে উপর রফিকুজ্জামান রণি কমেন্ট করেছেঃ আপনার নামটা ও আপনার কবিতার নামটা আমের খুব ভালো লাগছে ভাই ! তাই ৫ দিলাম !
{ফুল ফোটাবার মায়াবি গান- সুর ছড়ানো মুখে,
এমনি করেই রাত কেটে যায় ফুল পরীদের সাথে
ফুল ফোটাবার মন্ত্র কাঠি আমিও নিলাম হাতে,
একটু পরেই কাটে যখন অন্ধকারের রেশ টা
দেখি নতুন ফুলের বাগান ... আরও দেখুনআপনার নামটা ও আপনার কবিতার নামটা আমের খুব ভালো লাগছে ভাই ! তাই ৫ দিলাম !
{ফুল ফোটাবার মায়াবি গান- সুর ছড়ানো মুখে,
এমনি করেই রাত কেটে যায় ফুল পরীদের সাথে
ফুল ফোটাবার মন্ত্র কাঠি আমিও নিলাম হাতে,
একটু পরেই কাটে যখন অন্ধকারের রেশ টা
দেখি নতুন ফুলের বাগান আমার সোনার দেশ টা,
সেই বাগানের শিশুরা সব নতুন ফুলের কলি}.............দন্যবাদ /
ঘূর্ণিঝড়ের আঘাত হানো /// সুন্দর।
মানুষ নামের সর্পনাগ" "বৃষ্টি তুমি পাপের বুকে
ঘূর্ণিঝড়ের আঘাত হানো" বেশ ভাল লাগল।