যখন আমার দু'চোখ থাকে বন্ধ আমি যেন থাকি অনেকটাই অন্ধ ঠিক তখনই তুই আসিস জানতে পারি, তুই নাকি আমাকেই ভালোবাসিস; চোখ মেলে খুঁজি তোকে আবেশ, ঘোর অথবা কোন ঝোঁকে দেখি আমার টেবিলে তুই বসে আছিস, ঘুমন্ত আমার ছবি আঁকছিস; চমকে উঠিস আমাকে দেখে ছুটে আসিস ফেলে সবকিছু রেখ...
চোখ মেলে খুঁজি তোকে /
আবেশ, ঘোর অথবা কোন ঝোঁকে /
দেখি আমার টেবিলে তুই /
বসে আছিস, // ----------- মিষ্টি ছড়া কবিতা। ভাল লাগলো খুব । ধন্যবাদ ও শুভকামনা কবির জন্য।
আবেশ, ঘোর অথবা কোন ঝোঁকে // valoi laglo tobe aro valo asha kori...