বন্ধু
৬৪ জন
অনুসরনকারী
১ জন
একদিন ছিল ঢের পালকী গরুর গাড়ী পালতোলা নৌকা,ধানের মতো মৌ মৌ গন্ধ
ঠুক টুক ঠুক টুক শব্দের অনুভূতি কিসের যেন ব্যাথাহীন নড়াচড়া
এখন আমার বড্ড দুঃসময়। রুক্ষ এবরো-খেবরো পথে হাঁটতে গিয়ে
বড়াই করিস নারে মন, বড়াই করিস না, বড়াই যে শিরকের সমান,
এখনো বোঝনি জানি, কতটা মারণ বিষে নিভে যায় শিখাপুড়ে পুড়ে তুষানলে, হেমলক খুঁজি- ফেলে অমৃত বটিকা
( মিথিলা ভাবে,ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যারিস্টার কিছুই নয় তার সন্তানরা যেন হয় অপুর মতই । তবেই তারা হতে পারবে তার গর্ব, দেশের গর্ব ... )
নীল পাহাড়ের ধারে, মৌন চিত্রা দেবী আমায় দেখে সরল প্রাণে কথা বলে
সবুজের মায়া ঘেরা এই বাংলাসকালের স্নিগ্ধতা দেয় সজীবতা।
হিম হিম হাওয়ার চাদরে জড়িয়ে আসে শীতসবুজ পাতাগুলো মলিন হতে হতে ঝরাতে থাকে পাতা
ইচ্ছে করে হতাম আমি পল্লী ভোরের পাখিশাখীর শাখে মধুর সুরে করতাম ডাকা-ডাকি।
মানুষ একা থাকতে পারে না তাই তার সহচরের প্রয়োজন হয়। মানুষের জীবন খুব বড় নয় আবার এক জনের জীবদ্দশায় ৫০/৬০ বৎসর খুব কমও নয়। এই জীবনে এক জন মানুষের অনেকের সাথেই পরিচয়
মন্তব্য করুন