মিজানুর রহমান রানা → আড্ডা: দীর্ঘ এ রাত ....সবে মাত্র সন্ধ্যা ... একদিন রাত গভীর হবে, ফজরের আযান হবে ... তারপর সবাই আসবে খোদার আরাধনায় ... ভোরের পাখিরা যখন গান গাইবে তখনই ছুটি হবে অলসতার ....আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ও তার স্বজনরা ...
সেলিনা ইসলাম-এর ব্যথাভরণ উপর মিজানুর রহমান রানা কমেন্ট করেছেঃ তারার মিছিলে
জোনাকিরা জ্বলে
চাঁদটাকে সে দেখেনা
পাতা ঝরা রাতে
ঝরেছে পথে পথে
নুড়ি পাথর এক অচেনা। -----------গুড লিখেছেন।
এশরার লতিফ-এর তোমাকে উপর মিজানুর রহমান রানা কমেন্ট করেছেঃ আমার ভূর্জপত্র খামে
তুমি ছিলে আলগা করে সাঁটা
ভিনদেশী ডাকটিকেট,
রানীর ছবি আঁকা। ---------- দারুন ।
মিজানুর রহমান রানা → আড্ডা: সাহিত্যের ন্যাকরা দিয়ে পুতুল বানাবার কোশেশ করা যায় । কিন্তু সেগুলোকে বেশীদিন সচল রাখা যায় না । আড্ডাপাতা এখন শুধু অতিতের স্মৃতি ----! নতুন-পুরাতনের আসা-যাওয়ার রংচটা ধরনটা স্বাভাবিক নয় । সবাই আছে ---আবার কেউই নেই ----এ এক আজব ব্যপার ।।
মাহমুদ হাসান পারভেজ
গল্পটি ইতিহাস নির্ভর ও ঘটনাবহুল। লেখার গাঁথুনি ভালো কিন্তু যেটি বলা দরকার- গল্প পড়ার যে ‘মজা’ পাঠক খুঁজবে তার উপাদান কম। ইরফানের ভাষণটি আরো ছোট করে উপস্থাপন করা যেতে পারতো। শুভকামনা।
উদার আকাশ দেখে দীর্ঘ প্রসারিত করি মন
দেখো তুমি ওই দূর আকাশের তারায়, পাহাড়ের গহ্বরে
ঘন সবুজের সমারোহে ভালোবাসার প্রতিচ্ছবি বিরাজ করে" চমৎকার লাগল। প্রকৃতিকে ভালবাসলে প্রতিদানে সেও ভালবাসা দেয়! কবিতার বিষয়ব... আরও দেখুন
উদার আকাশ দেখে দীর্ঘ প্রসারিত করি মন
দেখো তুমি ওই দূর আকাশের তারায়, পাহাড়ের গহ্বরে
ঘন সবুজের সমারোহে ভালোবাসার প্রতিচ্ছবি বিরাজ করে ............ // অনন্য অনুভূতি ছুঁয়ে যায় মন। শুভকামনা প্রিয় কবি।
অনেক শুভ কামনা ।