কারো দায় নেই...হায়! এ কোন প্রজণ¥এ কোন সন্তান আমারমুখে তার দেখি আমিপ্রতিচ্ছবি কার?অদ্ভূত যুগের বোঝা পিঠেনুব্জ সভ্যতার ভারে।আমার রক্তনদী নিত্য যায় বয়ে।নিষ্ঠুর সময় করেছে তাকে বিচঞ্চল অতিঅস্থির করেছে তার সরল চাহনী।এ যেন বিধ্বংসী মনালোয়াএ যেন উল্কা পতনএ ...
কায়েস
আমাকে বল কলির বাতাশ
আমাকে বল শতাব্দির আকাশ
আমার সপ্তডিঙ্গায় খাটাব পাল
কোন দিকে? এই সময়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি কোন ভালো মন্দ তা অজানা দারুন কবিতা
মোঃ আক্তারুজ্জামান
আমাকে বল কলির বাতাস আমাকে বল শতাব্দির আকাশ আমার সপ্তডিঙ্গায় খাটাব পাল কোন দিকে?- সত্যি আমরা যে কতটা অসহায়! কবে কখন কীভাবে যে আমরা মুক্তি পাবো। বাস্তবতাকে শব্দমালায় বন্দী করেছেন- খুব ভালো লাগলো।
তানি হক-এর তোমায় যে চাই উপর মাহবুব খান কমেন্ট করেছেঃ গ্রিক মিথলজি এর কোনো দেবীর প্রেমের কাহিনী মনে হলো / কবিতার উত্স যত গভীরে প্রোথিত থাক না কেন দিনের আলোয় তা দৃস্যমান/অপূর্ব
এস, এম, ইমদাদুল ইসলামএ অভিমান ভাল লক্ষণ নয় । পরিবারই আদর্শ সংগঠণ । পরিবার মানেই কিছু অশান্তির আগমণ, কিছু টুং-টাং, কিছু মান-অভিমান- আবার সব কিছুকে ভুলে নতুনের সাথে আলিংগন, কচি মুখের মধুর হাসি , বাবা-মা বলে আধো আধো বুলি - সব কিছুকে ধুইয়ে মুছে আবার নতুন জীবন দান -এই তো পরি... আরও দেখুনএ অভিমান ভাল লক্ষণ নয় । পরিবারই আদর্শ সংগঠণ । পরিবার মানেই কিছু অশান্তির আগমণ, কিছু টুং-টাং, কিছু মান-অভিমান- আবার সব কিছুকে ভুলে নতুনের সাথে আলিংগন, কচি মুখের মধুর হাসি , বাবা-মা বলে আধো আধো বুলি - সব কিছুকে ধুইয়ে মুছে আবার নতুন জীবন দান -এই তো পরিবার । সে এক অসাধারণ নেয়ামত । অতএব বৈরাগ্য নয়, আমার মাধ্যমে আগত নবজাতকের হাত ধরে আমরা স্বার্থক হই ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতিচাওয়া-পাওয়াহীন জীবনের প্রসন্ন সকালে।
খুঁজে খুঁজে ক্লান্ত হই নিজেকে আমি।
অর্ধ নিমীলিত দুচোখ আমার, নির্মোহ
অধিষ্ঠিত পদ্মাসনে আমাকে দেখি।
বিবাগী বাউল ধ্যানমগ্ন, গেরুয়া বসনে
কোনো এক অশ্বত্থের তলে। ............// অনেক ভাল একটি কবিতা তবে মাহবুব ভাই পাঠক সংখ্... আরও দেখুনচাওয়া-পাওয়াহীন জীবনের প্রসন্ন সকালে।
খুঁজে খুঁজে ক্লান্ত হই নিজেকে আমি।
অর্ধ নিমীলিত দুচোখ আমার, নির্মোহ
অধিষ্ঠিত পদ্মাসনে আমাকে দেখি।
বিবাগী বাউল ধ্যানমগ্ন, গেরুয়া বসনে
কোনো এক অশ্বত্থের তলে। ............// অনেক ভাল একটি কবিতা তবে মাহবুব ভাই পাঠক সংখ্যা বাড়ানো চাই........আপনাকে শুভকামনা............
তাপসকিরণ রায়
খুব ভালো লাগলো কবিতাটি।বাউল মনের কথা সুন্দর ভাবে কবিতায় প্রকাশ পেয়েছে।ভাব ভাবনায় ঠিক সেই ছবিটিই এঁকেছে--এক নিঃসঙ্গ বাউলের কথকতা।আন্তরিক ধন্যবাদ জানাই।
শাহ আকরাম রিয়াদ
বৈরাগ্য জীবনই আসল জীবন... অন্তত আপনার কবিতা পড়ে সেটা মনে হচ্ছে। এত যন্ত্রনা নেই বিশ্ব সংসারের। শুধু আপনাকে খুঁজে ফেরা সেথায়। অনেক দিন পর আপনার কবিতা পেলাম এবং পড়লাম। অনেক ভাল লাগল মাহবুব ভাই।
সুমন
কেন এত বৈরাগ্য মাহবুব ভাই?-----------চাওয়া-পাওয়াহীন জীবনের প্রসন্ন সকালে।--------- আমি মাঝে মাঝে ভাবি এমন কেউ/ কিছু কি আছে যার চাওয়া পাওয়া নেই? নিজের মনেই প্রশ্ন করে উত্তরটা "না" ই পেয়েছি। বুদ্ধও হয়ত একফোটা নিরবতার শান্তি চেয়েছিলেন। বেশ কবিতা ভাল লেগেছে
মন্তব্য করুন