বন্ধু
৮৭ জন
অনুসরনকারী
৪ জন
আমার কষ্টগুলো মিশিয়ে দিয়েছি আকাশেআকাশ ছড়িয়েছে আর সুবিশাল নীলিমায়দহন জ্বালা বপন করেছি অনূঢ়া ভূমিতেফসলের অপেক্ষায় কালাতিপাত করি-
রাত ১ টা । রাব্বির হাতে জলন্ত সিগারেট । এই সময়টা রাব্বি ছাদে বসে সিগারেট খায় , আর আকাশ দেখে , মাঝে মঝে একা একা কথা বলে ,এই অভ্যাসটা তার আগে ছিল না ,
১৯৭১ সাল।অক্টোবর মাস।সব গ্রামের মত রাঙ্গুনিয়া গ্রামেও মিলিটারি এসেছে।এই সময়ে কেউ পারতপক্ষে ঘর থেকে বের হয় না।আজ তবুও গ্রামের মোটামুটি সবাই একটা তেঁতুল গাছের নিচে...
ইচ্ছে হলেই স্বপ্ন হাজার বুনতে পারো,চাইলে বুকে কান পেতে আজ শুনতে পারো....
কে সে ?খুব স্লোলি আসে ভেসে ভেসে......
ওঠ বাবা ওঠ। এই নিয়ে মোট পাঁচবার আসলাম। আজকে তোর কি হয়েছে বলতো। আমার সাহিত্যে আলো নেই। থাকবে কোথা থেকে। দু-এক দিন স্কুলের বারান্দায় গিয়েছিলাম।
আমি শুনেছি আপনি খুব ভালো লেখেন। আমার জীবন নিয়ে একটা গল্প লিখবেন?’আমি চোখ সরু করে তাকালাম আমার সামনে দন্ডায়মান প্রায় ছয় ফুটের কাছাকাছি উচ্চতার দীর্ঘকায় মানুষটার দিকে। উজ্জ্বল ফর্সা লোকটির গায়ের রঙ।
হয়তো আমি এখনও আধারে, তোমায় হাতরে বেড়াইএখনও যেন সপ্নলোকে, তোমাকেই ফিরে পাইহয়তো এখনও বেহায়া এ মন, লুকিয়ে আলতো করেভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজানায়সবটুকুই হোক তোমার, যেন সূর্য ও চাঁদের মাঝে
আমাকে অক্ষে রেখেপেছনে ধোঁয়ার রশি কিংবা ধুমকেতুর লেজের মতবুঝতে পারি ছুটে যাওয়া তোমার আনাগোনাছুঁয়েও যেন ছুঁবে না আমায় !
ওগো মোর অধরা মায়াবতী। ধরেছি তোমারে হৃদয় গহীনে, তোমারি হৃদয়ে আলোক সন্ধানে জ্যাতি খুঁজেছি স্বল্প; সেই বদনে।।
প্রেম আসলে তুমি কি ?'তুমি কি নতুন কিছু, যে আসবে আমার জীবনে।।
কাব্য বিজয় দেখিয়েছে পথ, চল মোরা একসাথে সবাই মিলে করি শপথ। যারা দিয়েছে দেশটির জন্য বিলিয়ে তাদের মহা মূল্যবান প্রান,
সপ্ন দিলাম গানের ভাষায়যতন করে রেখোযদি কখনো যাই হারিয়েখুব গোপনে দেখো
মোট গল্প-কবিতা ১ টি
মন্তব্য করুন