তোমার চোখেতে আমার ছবি দেখি,আমার চোখেতে তুমি কি মোরে দেখো ?আমি যে কবিতা তোমারে নিয়ে লিখিতুমি কি আমায় নিয়ে কবিতা লেখো ?তুমি থাক মোর কল্পনার সনে,আমি কি তোমার কল্পনাতে থাকি ?এঁকেছি যতনে তোমার ছবি ‘মনে’নিয়েছো কি মনে, আমার ছবি আঁকি ?আমি ভেবে যায় তোমাকে নিয়ে...
কাজী জাহাঙ্গীর
'বধু' যদি হয়েই যায় তাহলেত এই প্রশ্ন অবান্তর, শেষ শব্দটাই এ কবিতার ভাবের জন্য 'কাল' হল, তবুও চেষ্টা চলুক নিরন্তর, শুভ কামনা আর আমন্ত্রন ।
সরল ঐ পথটি ধরে,চলছো তুমি, যাচ্ছ দূরে,দেখছো না যে পিছন ফিরে, বক্র পথে রয়েছে কারা পড়ে ।যাও না রেখে হাতটি হাতে,চলোনা নিয়ে তোমার সাথে,চল্লে পরে সরল পথে দোষ কী বল তোমার হবে তাতে !তোমার পাশে যে পড়ে কাঁদে,ওঠাও, দেখো পড়েছে খাদে,জোর পায় না নিজের পদে, উঠ...
মন্তব্য করুন