জুয়েল দেব-এর আজকে আমার মন খারাপ উপর কৃষ্ণ কুমার গুপ্ত কমেন্ট করেছেঃ আপনার সব লেখায় গ্রামের প্রতি একটা দুর্বাল আকর্ষণ থাকে কিংবা এই ইট কাঠের শহরের প্রতি এক ধরনের বিষাদ মাখা ভাললাগা থাকে। পড়তে বেশ লাগে। এই গল্পটাও ভাল লিখেছেন। অনেক বেশি ভাললাগা রইলো সেই সাথে অনেক অনেক শুভ কামনা।
রুহুল আমীন রাজু-এর কথা বলা পুতুল উপর কৃষ্ণ কুমার গুপ্ত কমেন্ট করেছেঃ গভীর ভয়ার্ত এই রাতে কেউ নেই তার পাশে। তবে ব্যাথা ও ক্ষুধা রইব্যাকে পাহারা দিয়ে রেখেছে। নতুবা নিস্তেজ হয়ে গেলে এতোক্ষনে তাকে শিয়াল-কুকুরে খেয়ে সর্বশেষ শাস্তির ব্যবস্থাটাও করে দিতো। 'ক্ষুধা মানুষকে যেমন মৃতু্যর দিকে ধাবিত করে-তেমনি কখনো কখনো বাঁচিয়েও ... আরও দেখুনগভীর ভয়ার্ত এই রাতে কেউ নেই তার পাশে। তবে ব্যাথা ও ক্ষুধা রইব্যাকে পাহারা দিয়ে রেখেছে। নতুবা নিস্তেজ হয়ে গেলে এতোক্ষনে তাকে শিয়াল-কুকুরে খেয়ে সর্বশেষ শাস্তির ব্যবস্থাটাও করে দিতো। 'ক্ষুধা মানুষকে যেমন মৃতু্যর দিকে ধাবিত করে-তেমনি কখনো কখনো বাঁচিয়েও রাখে।'
এই লাইনটা অসাধারন লিখেছেন। খুব সুন্দর উপলব্ধি।
খুব সুন্দর গল্প। অনেক ভাল লাগা রইলো।
অসাধারণে ভোট দিলাম।
মন্তব্য করুন