বন্ধু
৫৭ জন
অনুসরনকারী
১ জন
এই পৃথিবীতে জন্ম নিয়ে শুধু মৃত্যু বরণ করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না
চোখে চোখে কথা হবে অপলকপৃথিবীতে কেউ নেই শুধু তুমিআর আমি।
সূর্য যেমন নিয়ম করে পূর্ব আকাশে উঠতো। ঠিক তেমনি আমিও নিয়োম করে যেতাম সেই রাস্তার ধাওে, শুধু একটি আশায় এক নজর বিন্দু কে দেখার জন্য। কিন্তু কোন লাভ নেই আমার এ দেখা শুধু চোখের দেখা।
নানা রঙ্গের জীবননানা রঙ্গের মানুষ,শত শত চাওয়াকিছু কিছু পাওয়াচাওয়া পাওয়ার মাঝে
মানুষ সৃষ্টির সেরা জীব। প্রতিটি মানুষের জীবন নানাভাবে নানা রকম কাহিনী দিয়ে গড়া।
ভোরে ঘুম থেকে উঠে কাজের খোঁজে যেতে হয় সাধারণ মানুষ তথা শ্রমিককে। এক দিন কাজে না গেলে পরের দিন অনাহারে থাকতে হয়
মনের মতো বন্ধু পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। আমার বেলাই এই একই কথা ।
ধর্ম যার যার উৎসব সবার। আমাদের দেশ ধর্ম বর্ণের দেশ না এদেশ সবার। সবাই আমাদের আপনজন। শত প্রাণ শত কোটি ত্যাগের বিনিময়ে আমরা
উৎসব মানে আনন্দউৎসব মানে খুশি
তুমি আমার প্রথম প্রেম নও,তুমি অবশিষ্ট আমাকে তোমার হৃদয়ে ধারণ করেছ,কুলহারা নাবিককে তুমি দিশারা দিয়েছ,তুমি আলো জেলেছ আমার মন মন্দিরে.
যায় কি বলা মুখেতে সব মনের কথা বুঝে নিতে হয় সাক্ষি আছেন শুধুই রব ভালোবাসা মনেতেই রয় ।
রাস্তার পাশে জন্ম ওদেররাস্তার পাশেই বেড়ে ওঠা।ভালোবাসা কিজানে কি তারাপাই কি ভালোবাসা?
মন্তব্য করুন