বন্ধু
১৩ জন
অনুসরনকারী
৬ জন
স্বপ্নের আদ্যোপান্তে নেমে ছিল ঘাস মাঝে পালকি এক- দুলে দুলে চলে
এ বাড়িতে যখন আমি প্রথম আসি কোন ভয় কিংবা উদ্বেগ নয় বরং অদ্ভুত এক কষ্ট বুকে গুমরে মরছিল। আমি নৌকায় বসে বসে ভাবছিলাম- জীবনটা এমন কেনো? যৌবনের শুরুতেই এ প্রশ্নটা আমায় এতো
আমার গাঁয়ের ছোট্ট সেথা রূপসী নদীর ধরে বউ কথা কও হিজল গাছে নিত্য নৃত্য করে।
রাজা বলিলেন- বুঝেছো ঊপেণ? নদীতে হইবে সেতুবর্ষার জল- দু’পার সচল, মুঠিতে পুরিবো ঋতু
এ কোন ঈদ ?ঈদের হাসি ঈদের খুশি
পিপড়ের মত, শরীরের চেয়ে কয়েকগুণ বোঝা কাঁধেক্লিষ্ট অথচ নির্মল হাসি, প্রশ্নের উত্তরে
স্মৃতি জড়ানো সেই গ্রাম বাংলা আজো চোখে ভাসেনানান রঙ্গের প্রকৃতিতে গ্রাম ঋতুতে সাজে।
বহুক্ষণ যাবত বিলের ধারে দাঁড়িয়ে আছে সোহান। দৃষ্টিতে নিরাশার ছাপ স্পষ্ট। মনের গহীনে নানা ভাবনার তান্ডব চলছে। সামনে যতদূর দেখা যায় পানি আর পানি। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ।
হে বাংলা মধু সরবরঅপরুপ রুপ তোমার
মন্তব্য করুন