সময় অভিমান করেআমায় দূরে ঠেলে দেয়,চাইলেও এগুতে পারিনা।চাঁদ অভিমান করেমেঘের আড়ালে মুখ ঢেকে নেয়,কত নিশি জ্যোৎস্না দেখা হয় না।চোখের জল কণা তার ইচ্ছাতেইঝরে যায়-শত চেষ্টাতে আটকাতে পারি না।আমি পরাজয়ের অন্ধকারেহারিয়ে যাওয়া পথিক,স্থায়ী ঠিকানা খোঁজা অস্থায়ী সত্ত্বা...
মন্তব্য করুন