আমার কথা
আমি একজন গাল্পিক। গল্প লিখি সেই ছোটবেলা থেকেই। কোন প্রকাশিত গ্রন্থ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স করেছি। বতর্মানে শিক্ষক, ব্যবসায়ী এবং সংসারী।
------------------
আপনারা দোয়া করবেন যেন বাংলা কথাসাহিত্যে কিছুটা হলেও অবদান রাখতে পারে। এ জন্য কোন গঠনমূলক মন্তব্য সমালোচনা, ভালো লাগা, খারাপ লাগা, কোন চরিত্রের অসংগতি, ডায়লগের অসংগতি ইত্যাদি নিয়ে কোন কথা থাকলে তা নিদ্বির্ধায় আমার ওয়ালে কিংবা বার্তায় বলে ফেলবেন। আমি আরো পরিশুদ্ধ হতে চাই। আমি জানি, আমাকে আরো অনেক দূর যেতে হবে। আর যেতে হলে বন্ধুদের কঠিন সমালোচনা অত্যন্ত কার্যকর। আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন