ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।একটু পরেই ভিজব আমি ভিজবে তুমি এসব যখন খবর পড়ে ;ঠিক তখনইআতর মেখে রিং বেজে যায় রাইয়ের স্বরে।তারপর পর পরই ! দরজায় ভেতর ব্যর্থ হয় আকাশ পাড়ের জোংস্না স্নান।বলব কি আর !ঘরের মধ্যেই এখন আমার একফাল...
কাজী জাহাঙ্গীর
ছন্দের কাজটা সফল হলে আরো ভালো লাগত।১/২, ৪/৬, ৭/৯ ও ৮/১০ এগুলো হচ্ছে ান্ত মিলের লাইন, মাত্রা সমান না থাকায় ছন্দপতন প্রকট। তবু ধন্যবাদ ছন্দের একটা কাজ করতে চেয়েছেন, এগিয়ে যান, অনক শুভকামনা আর আমার গল্প ও কবিতায় আমন্ত্রণ।
এখানে সবাই—আমার মতোইপ্রজ্বলিত স্বার্থপর। মাইনে নিয়ে, বাগান পরিচর্যার ভরপুর দায়িত্বে থেকে ফুল চুরি করে তাঁরা কেবলই রহস্য হন।ঠাণ্ডা মাথায়, পরের অকল্যাণ স্বার্থকভাবে কামনা করে ;আমার মতোই তাঁরা শুধু ভরিয়ে তোলেন তাঁরা তাঁদের প্রতিটা বিষন্ন একাকী অবসর।
নারী মানে সারাটা উপন্যাস ঘেঁটে, শেষ পর্যন্ত পাওয়া গুরুত্বপূর্ণ আন্ডার করা কিছু লাইন। নারী মানে গভীর দীর্ঘ-ঘন জঙ্গলের ভিতরে পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে চুঁইয়ে পড়া যেটুকু উদ্যাম আলো। নারী মানে লুকানো কয়লার ফাঁকে জমে থাকা অথৈ হীরার দ্যুতি, অমূল্যের সন্ধান। না...
গোবিন্দ বীন
নারী মানেই নিবিষ্ট স্বর্গের আলাপনে শুভকাঙ্ক্ষী আলো এসে পড়া।
নারী মানে একজোড়া মদির হাতের উপর
আরো একজোড়া স্বেচ্ছামরণের হাত এসে ওঠা। ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
দীর্ঘ দু’শো বছর মাতৃগর্ভে থেকেপ্রতিনিয়ত একটু একটু করে অনেকরকম স্বপ্নে ইনস্টল হয়েঅথৈ জল-কাদা ঘেঁটে তারপর জন্মালে ;প্রতীক্ষায় কোলে পুঙ্খানুপুঙ্খ মাথা বিছিয়েদিস্তে দিস্তে আবেগ মেখে বড় হলে ;উদ্যমে অনুভবে তবুও তুমি অ্যাব্নরম্যাল হলে ?গত ষাট বছরেরও বেশি বছর ধর...
আমার পরিচয়ে আরো কয়েকটা চুমকি বসিয়েএবার নতুন ঠিকানায় আমি আমার বাসাকে নিয়ে এলাম।কিন্তু এখানে আসার পর থেকেই একটি নতুন ঘটনা নিয়মিতভাবে আমাকে জেঁকে ধরে বসে আছে।আস্ত রাস্তাকে সামনে ফেলে রেখে, গলির কোনে এতটুকু একটা মেয়ে প্রতিদিন স্বাতী নক্ষত্রের মতো স্থির হয়ে দা...
– এমনভাবে কি দেখছ ?– কেন ? ঐ চোখের ভ্রমর, দু’ঠোঁটের প্রেমপদ্ম, চিবুকের আড়ম্বর, মনের আচ্ছন্ন রঙিন স্বপ্ন, শরীরের বেফাঁস ডানা আর একখানা থৈ থৈ টইটুম্বুর নদীকে।– শুধুই কি দেখছ ?– না, স্কেচও এঁকে নিচ্ছি।– কি হবে স্কেচ করে ?– যার জন্য বাঁচছি। যার জন্য বাঁচব।– ই...
যত দুঃখ দেবে দাও, কিলো-গ্রাম হিসাবে সব সহ্য করবভালোবেসে নিতে পারি তোমারও সবটুকু ‘রক্ত-মাংসে-গড়া’ দীর্ঘ সিরিজের এই কষ্ট।তবু শুধু ক্যালেন্ডারের খাপগুলোতে আমাকেই তলব কর।আজীবন না হোক ; নাহয় ভুল করেই একরত্তি ডাকোযেখানেই থাকি— যতদূরেই থাকি— ঝোলাঝুলি নিয়ে সময়মতো...
এখানে সবাই— আমার মতোইপ্রজ্বলিত স্বার্থপর। মাইনে নিয়ে, বাগান পরিচর্যার ভরপুর দায়িত্বে থেকে ফুল চুরি করে তাঁরা কেবলই রহস্য হন।ঠাণ্ডা মাথায়, পরের অকল্যাণ স্বার্থকভাবে কামনা করে ;আমার মতোই তাঁরা শুধু ভরিয়ে তোলেন তাঁরা তাঁদের প্রতিটা বিষন্ন একাকী অবসর। ...
বলব কি আর !
ঘরের মধ্যেই এখন আমার একফালি চাঁদ, চাঁদের সমান। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।