আমার তিনি গুরু,তাঁর কাছেতে শিক্ষা জীবন হয়েছিলো শুরু।হয়তো তিনি ছিলেন অনেক,গোমরাহিতে ভরা।জীব থেকেও জীবিত নয়ছিলেন তিনি মরা।হঠাৎ করে জিবনে তাঁরসত্য দিলো দেখা।ঐশী বাণী বদলে দিলোতাঁর জীবনের রেখা।সত্যান্বেষে কঠিন শপথ, নিলেন অনেক দেরিতে।তাতে কি হয়?এখন তিনি সত্য ন...
আমি আজ অনেক ক্লান্ত, পথ পানে চেয়ে দাড়িয়ে রয়েছি তবুতুমি আসবে, আমায় ভালবাসবে, ফেরাবে নিজের বাড়ি,আমার মনের ভেতর লুকিয়ে থাকা ভাংবে সকল আনাড়ি।আমি আজ অনেক ক্লান্ত, পথে যেতে যেতে ভুল হতে পারে কভুতুমি আসবে, বকুল না হয় শিউলি ফুলের মালা গাঁথবে, প্রথম দেখায় নিজ হাতে...
পথ ভুলে আজ কোন পথে যাই,সঠিক পথের দিশা না পাই।মহান প্রভুর দয়ার আশায় হাত তুলি বার বার,এ মন আমার প্রভুর দিকে ফিরতে চাই আবার।পাপ করেছি হাজার হাজার লক্ষ অধিকবার,আর পারিনা মন চাই আমার পুণ্য করিবার।নিজেই নিজের দন্দে আজি মরছি ধুকে ধুকে,এমন হাজার কষ্ট জমা রেখেছি এ...
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর
আল্লাহ্ তো রহমানুর রাহিম। তিনি ক্ষমা করবেন- এই আশা আমরা গুনাগারের করতেই পারি। আর যারা তওবা করে তাদেরকে আল্লাহ্ মাফ করেন। আপনার ছড়া বেশ ভাল লাগল। ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল।
মোহাম্মদ সানাউল্লাহ্
বান্দা ক্ষমা চাইলে প্রভূ তা করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ ! তাই বান্দার হতাশ হবার কোন কারণ নেই, তবে অন্তরের অন্ঃস্থল থেকে তাঁর কাছে ক্ষমা চাইবার মানষিকতা থাকতে হবে ! কবিতাটা খুব ভাল লাগল তাই ভোট রেখে গেলাম ।
গোবিন্দ বীন
করবেনা কি ক্ষমা আমায়, আমার মহান প্রভু?
সঠিক পথে যাবো আমি, পারব নাকি কভু?
ক্লান্ত আমি, শ্রান্ত আমি, আমি অসহায়,
ও প্রভু! আমায় তুমি মুক্ত কর, হও আমার সহায়।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
আমার বড় ইচ্ছে করে কবি হতে,আমার বড় ইচ্ছে করে ছবি হতে।নীল সাগরের ঢেওয়ের মাঝে স্বপ্ন খুঁজিআকাশ তাঁরা এই না হলে ভাঙবো বুঝি।অট্টালিকা পাঁথর কুঁচি চাইনা আমি,গাঁও গেরামের ধুলোর মাঝে সুখ যে জানি।মায়ের আঁচল, আদর খেয়ে দুঃখ ভুলাব,ভুল পথে যাই, অনেক সে দূর- বাবা আমায় ...
খুব ভাল লাগল ।
প্রাপ্যটা রেখে গেলাম ।
সত্য দিলো দেখা।
ঐশী বাণী বদলে দিলো
তাঁর জীবনের রেখা।ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।