বন্ধু
২০ জন
স্বপ্ন গুলো ভিড় করেছে,নীল আকাশের গায়ে,আদর করে ডাকছে রে মন,
ঐ আকাশটা নীল চেয়ে দেখো,ঐ সাগরের সাথে আছে কতো মিল।কেনো জানো?ভালোবাসার জন্য।চেয়ে দেখো,ফুটেছে কত রং বেরংয়ের পুষ্পঐ পুষ্প কাননে,
মুছে দাও অতীতের দ্বন্দ | এলো যে নতুন বছর, কি আনন্দ, কি আনন্দ || অস্থির আনন্দ!আহা কি আনন্দ, সোল্লাসিয়া কহ মোরা ধন্য, জীবনটাকে আলোকিত করিব দেশ ও জাতির জন্য ||
মিটমিটিয়ে জ্বলতে থাকে আশা আর সুন্দরের দূর্বল আলোকশিখা।আশাহীন অজানা গন্তব্যে ধেয়ে চলা এই নিমজ্জমান তরীখানিরশেষ কাণ্ডারি তুমি।তোমাকেই বলছি...শুনছো তো?
কতশত সভ্যতার গণ্ডি পেড়িয়ে এসেছি হৃদয়ের উপত্যকায়
শঙ্খ শুভ্রের মত দেহ তার,হরিণীর মত চোখ, হাসিতে যেন হাসছেএ ধরণী।চোখের পাতায় স্বপ্ন ভাসে তার মনোমুগ্ধকর সেই রমণী।
বেঁচে থাকার চেষ্টা।আশায় বুক বাঁধি,বসন্তের আশা।শীতের রুক্ষতা যেন আমায়জাপটে ধরেছে।আমি শূন্য, রিক্ত আমিআমি হাড় জিরজিরে বুড়ো।
আমার পায়ের প’রে ছোঁয়া তোমার পায়েরতোমায় হাঁটতে হবেনারে,চলৎশক্তি হারালে নিও বাইরে-ঘরের,আমার পা দুখানি ধরে।
দুমুঠো রোদ একলা ফেলে হেসেছিলে খুবযখন তখন তোমার শাসনে তোমার বাঁধনে বন্দী ব্যাকুল । নিশ্চুপ আমি তোমার মমতায় আর ভালোবাসায়
আকাশ-পৃথিবীর মাঝে কত চোখাচোখিতবুও পায়না দোঁহে অতি কাছাকাছি ,পৃথিবী তার উঞ্চতা ছড়ায় আকাশেআকাশের কান্না ঝরে পৃথিবীর বুকে ।দেহ তীরে কেহ কারে পারেনা ধরিতেপ্রেম তবু বেঁচে রয় চোখের ভাষাতে ।।
দূরের ওই দিগন্ত রেখায়, বুঝি —আকাশের সাথে মাটির প্রেম। পর্ণমোচী বৃক্ষের ন্যাড়া ডালপালায়, বুঝি —নতুন পাতা কচানোর বার্তাবহ নির্মল প্রেম।
আমার আঙিনায়, জলেরা ভেসে যায়-বাতাস গেয়ে ওঠে - হাপিত্যেশ।অষ্টপ্রহরই, ভাসছে সে তরীজানিনা হবে সেকি নিরুদ্দেশ?
নদীর তখন উথাল সময়আকাশ তখন পলাশ,খনার বচন বলতে গেলেইপাখির কথা বলাস।পাখি মানেই পায়রা-যুগলমেঘের সাথে খেলা,ছাদের বিকেল খোলা হাওয়া,গড়িয়ে যেত বেলা।
মন্তব্য করুন