কাজী জাহাঙ্গীর-এর পাগলাংক উপর কেতকী মণ্ডল কমেন্ট করেছেঃ আমিও কিন্তু মন্তব্যে তেমনই প্রথমে লিখেছিলাম যে পাগলের 'পাগলাংক' সার্টিফায়েড হয়ে গলে তবে।...পরে ভাবলাম এভাবে লেখা ঠিক হবে না। এখন দেখি আপনি নিজেই বলছেন।
কখনো কখনো আমরা 'কালো'কে সঠিকভাবে বোঝাতে বলে থাকি 'কাকের মতো কালো, কুচকুচে কালো'। কথাটা আমরা মূলত নঞর্থক অর্থেই বলে থাকি। তেমনি কাকের এই কালোকেও নঞর্থকভাবে প্রকাশেও আমরা কোনরকম দ্বিধা করি না। কারণ কাককে সাধারণত শুভ কোন কিছুর প্রতীক হিসেবে তুলনা করা হয় না। ...
মন্তব্য করুন