স্বপ্নের অপরাহ্নেজ.ই. আকাশএক.দিবা গোমড়া মুখে ক্যা¤পাসের এক কোণে বারান্দার সিঁড়িতে বসে আছে। এক হাতের উপর মুখটা ভর করে ক্যা¤পাসের সামনে সবুজ ঘাসের দিক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে ঘড়ির দিকে চোখ ফেরায় দিবা। যত বারই ঘড়ির দিকে চোখ পড়ে, তত বারই গেটের বাই...
এক পশলা কষ্টশরতের এক পশলা বৃষ্টির মতোকেউ একদিন আমায় ভিজিয়ে দিয়েছিলভালবাসার গোধূলি রঙে ॥দেখেছিলাম স্বপ্ন ওই দিগন্তের কোলঘেঁষেমুক্ত বলাকার মত উড়বে সে আমার হাতে হাত রেখে আপন মনে ॥বৃষ্টির ফোঁটার মত সেই স্বপ্নগুলো আজহৃদয়ের সাদা পাতায় ধারণ করেছেএক একটি তিলক বর...
সারপ্রাইজজ.ই. আকাশ ১.সন্ধ্যা বয়ে গেছে ঘণ্টা তিনেক হতে চলল। বিকেল থেকে ধুম বেগে বৃষ্টি ঝড়ছে। থমকে গেছে পুরো রাজধানী। বৃষ্টির কারণে অফিস থেকে বিকেলে আর কোথাও বের হতে পারেনি অরণ্য। ফোনে ফোনে বসেই কাজগুলো সেরে নিচ্ছে। পুরানা পল্টনে দুই রুমের ছোট্টও একটা ফ্ল্য...
কষ্টের প্রাচীরজ. ই. আকাশকেউ একদিন আমার কাছেএকটি বৃষ্টি ভেজা রাত চেয়েছিলআমার হাতে হাতে হাত রেখেভালোবাসায় ভিজবে বলে ॥বৃষ্টি আছে আজও থাকবেরাত সেও তো প্রকৃতির নিয়মেআসবে আর যাবে, কিন্তু সেইমানুষটি আজ আর নেই ॥যার স্বপ্নগুলো আজো আমিএঁকে রেখেছি হৃদয়ের ক্যানভাসেভূ...
মন্তব্য করুন