বন্ধু
৩০ জন
অনুসরনকারী
৬ জন
খেলা খেলা খেলা,জীবনটাতো পথের প্রান্তে,
এখন তুমি অন্যরকম নারী,স্নিগ্ধ মায়ায়, শীতল ছায়ায়,
বন্ধু তোমার বন্ধু কোথায়?সুখের মাঝে ডুব সাঁতারে
সবুজের মমতায়, বিষণ্ণ একখানি মেঘ,প্রশ্ন করেছিলো, বৃষ্টি নামাবে?
এই গাঁয়ের এক রাখাল ছেলে,লম্বা মাথার চুল,
গত দুইদিন বেশ অনেক সমস্যার ধকল সামলাতে হচ্ছে। সব কিছু অনেক বেশি ওলট পালট লাগছে। খাওয়া দাওয়া উঠেছে চুলোয়। দুই দিন
বোন, মারাত্মক রকমের এক আবেগি শব্দ। আর বোনকে হারানো? তার চেয়ও মারাত্মক এক কষ্টের অনুভূতি। সব হারিয়ে যাওয়া বোনদের জন্য এই লেখা।
কিছু এলোমেলো কথাকে শুধু কাগজ কলমে লিপিবদ্ধ করে কালক্ষেপন করা ছাড়া আর কিছুই নয় ;এটা কোন লিখা হয়নি... লিখাটি সংকলিত তা ছাড়া সংশোধন যোগ্যও বটে........
ভাল্লাগে না মা।সারাক্ষণ ক্যাট ক্যাট কর।দেখছনা কাজ করছি? যাও, সরো।
সহস্র ভাবনা কিশোর মনে হোকতাস্বপ্নময় উজ্বল বসু গড়ার তরে
আজও আমি আছি পড়ে সেই কৈশোরিক ভাবনায়সেই প্রথম ভাল লাগার আমার ঐন্দ্রজালিক কল্পনায়
কিশোর কালের অনেক স্বপনকালেতে হয় লোপ,
সেই দিনগুলোতে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম,যেন স্বাধীনতার একটি আলোকে,
সূর্য যেমন নিয়ম করে পূর্ব আকাশে উঠতো। ঠিক তেমনি আমিও নিয়োম করে যেতাম সেই রাস্তার ধাওে, শুধু একটি আশায় এক নজর বিন্দু কে দেখার জন্য। কিন্তু কোন লাভ নেই আমার এ দেখা শুধু চোখের দেখা।
জানি, জীবনের তরে আমার ফেলে আসা অতীতের বিছানায় ভুলের রক্ত বিন্দুর দাগগুলো ;
নীল আকাশ ছেয়ে কালো মেঘ,বাঁকা চাঁদ ডুব দিয়েছে তেপান্তরের মাঠে,
মাগো, বাড়িতে কেউ আছেন গো মা? আমারে একটু ভিক্ষা দ্যান গো মা? একজন বৃদ্ধ মানুষের ডাক শুনে দরজা খোলে রতন। রতন এ বাড়িরই ছোট ছেলে।
কঠিন মানবীর আত্মার মাঝে প্রেতাত্মার গন্ধ শুঁকে শকুনের দল
প্রিয়তমা...তুমি সুখে আছো, নাকি কষ্টে...বহু দিন তোমার পদ্মতনু ঘ্রান; আমি পাই না
মন্তব্য করুন