আমি দেখিনি স্বচক্ষেঐ অবিনশ্বরকে কখনো ;তবে আমি তোকে দেখেছি মা, আর তাতেই আমার পূর্ন হয়েছেপ্রভুকে দেখার অতৃপ্ত অভিলাষ ।মা তুই আমার চোখে প্রভুরই প্রতিচ্ছবি,পৃথিবীতে মা তুই ছাড়া কাউকে দেখিনি আমার জন্য এতটা আত্মবিসর্জন দিতে,কখনো কাউকে দেখিনি আমার হিতের তরে কা...
সেলিনা ইসলাম
সন্তানের জন্য মায়ের ত্যাগের কোন সীমা পরিসীমা নেই! আর মায়ের মত ত্যাগ পৃথিবীতে কেউ করে না কখনো। চমৎকার থিমে সুন্দর কবিতা। তবে আরও ভালো লেখার চেষ্টা করতে হবে...আরও ভালো ভালো লেখার সৃষ্টি হোক লেখকের দ্বারা সেই শুভকামনা নিরন্তর।
গোবিন্দ বীন
আমি দেখিনি মা কখনো দেখিনি স্রষ্টাকে,
তবে আমি তোকে দেখেছি মা ;
আর তাতেই পূর্ন হয়েছে স্রষ্টা দেখার অভীপ্সা ।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
আমার কথা
আমি হিসানুর রহমান ডাকনাম রাকিব!
আমি একাদশ শ্রেনীতে অধ্যয়নরত ব্যবসায় শাখার একজন ছাত্র!
ঠিকানা গোপালগঞ্জ!
মা বাবাকে খুব ভালবাসি!
মন খারাপ হলে ছেঁড়া ডায়েরির পাতায় কলম চালাই!
মন্তব্য করুন