চলে গেছে প্রাণপ্রিয় আমার আপন ...,থেমে গেছে সব হাসিস্মৃতির মধুসূধা হয়ে যাচ্ছে বাসি ।তৃষাতুর মোর দুটি আঁখিযেন দুটি পাখি ,উড়ে যেতে চায়প্রিয়তম প্রিয় মোর তুমি যে কোথায় !আসুক আসুক ফিরেটেনে নিব বুকে তারেভালে তাঁর এঁকে দিবসোহাগের শত চুম্বন ।প্রতীক্ষার হবে অবসান ...
মন্তব্য করুন