বন্ধু
৩ জন
একটি সুন্দর মুখ যা দেখলেই মনে জাগে প্রেম। প্রেম তুই কি করবি খেলা? মনে কি দিবি ব্যাথা??
ওরা নারীওরা মমতাময়ীওরা দুঃখকে করে জয়ীওরা কলঙ্ককে মাথা পেতে লয়ওরা করে নাকো কোনো নর-রাক্ষসের ভয়।
স্বাধীনতা মানে অসীম আকাশে উড়ে যাওয়া এক পাখি, স্বাধীনতা মানে এক সাথে মিলে হাতে হাত সবে রাখি । স্বাধীনতা মানে ফসলের মাঠে চাষীদের গাওয়া গান, স্বাধীনতা মানে রাজপথে যুব-তরুণের তাজাপ্রাণ ।
ছুঁয়ে দেখো দেবী,তুমি ছুঁয়ে দিলেই লিখে দিতে পারি একশো প্রেমের কবিতা;লিখে ফেলতে পারি ব্রহ্মাণ্ডরচনার সমস্ত ইতিহাস;যদিও ইতিহাসে আমার মোহ ছিল না কোনকালে!
প্রেম !সে তো ধরা মাঝে হৃদয়ের খেলা !কখনও স্বপ্নময় কখনও আলেয়ার ছলা !প্রেম !সে তো দিদির আদর মাখা শান্তির ছায়া,কখনও জননীর আঁচল ভরা মমতার মায়া ।
যেখানে প্রেম নেই সেখানেই অন্ধকার।অন্ধকারেই জন্মে ভালোবাসার মন্বন্তর।যে আগুনে শিখা নেই তা মৃত্যুর জন্য ঢুলছে।যে মনে প্রেম নেই তা অমানবিকতায় টলছে।ওজোন স্তর যদি অতিবেগুনী রশ্মি শোষণ করে,তবে প্রেমও রাগ, হিংসা, স্বার্থপরতা শোষণ করে।