বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
৭ মার্চ ১৯৭৭
গল্প/কবিতা:
১টি
কবিতা - প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)
মোট ভোট
৩
আমার প্রথম বসন্তে তুমি,
comment
১
favorite
০
import_contacts
৬৫
আমার প্রথম বসন্তে তুমি,
প্রথম মানুষ,
প্রথম বাড়িয়ে ছিলে হাত,
দিয়ে ছিলে ফুল,
আমার প্রথম র্বষায় তুমি,
প্রথম সাথী ।
মিলনে বাড়িয়ে ছিলে হাত,
দেখিয়ে ছিলে সুখস্বপ্ন,
আমার এ সুপ্ত হ্রদয়ে,
শুধু তোমার ভাবনা,
আমার প্রথম বসন্তে,
প্রথম প্রেম।