বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
গল্প/কবিতা:
৩টি
কবিতা - প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)
হয়তো আমি এখনও আধারে
comment
০
favorite
০
import_contacts
১০৯
হয়তো আমি এখনও আধারে, তোমায় হাতরে বেড়াই
এখনও যেন সপ্নলোকে, তোমাকেই ফিরে পাই
হয়তো এখনও বেহায়া এ মন, লুকিয়ে আলতো করে
ভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজানায়
সবটুকুই হোক তোমার, যেন সূর্য ও চাঁদের মাঝে
লেখা থাক এ গল্পের ইতি নতুনের শব্দে
আমি হাটতে চাই, তোমার সাথে
শুরু থেকে এই পথের শেষে
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই,
ধন্য তোমায় ভালবেসে
ভালবেসেও মিথ্যে বলেছি, অজান্তেই অনেকবার
সবকিছু জেনে তবুও ভেবেছি তোমায়
ছিলেনা তুমি এ বৃত্তে আমার
বিধাতার কাছে চাইছি আমি
ক্লান্ত হয়ে আজ আনমনে
দিয়ে দাও আমায় সপ্নগুলো আমার
আজ যেন এই, নতুন এ আকাশ
চাইছে তোমায় এখানে,
বাতাসেরও এই নতুন শব্দে
সাক্ষ দেয়ার সুর প্রতিক্ষনে
তবে আজ কেন দিধা মনে
সব পূর্নতার পূর্বক্ষনে
ভেবে নিয়েছি তোমায় নিজের কর!!