তুমি এমন কেন?
কেমন ?
অভিমানি ।
তবু ভাল, মানুষ অভিমান টুকু এখনও বুঝতে পারে,
(আমি ভালবাসি বলে অভিমান করি,
আমি বেঁচে আছি বলে আভিমান করি,
চলে গেলে আর অভিমান করব না,
মরে গেলে আর ভালোবাসব না,
মানুষ শুধু অভিমান টুকুই বুঝে,
কষ্ট কি বুঝে?)