কোনটে বাহে কবি গুরুলেখক সাহিত্যিক,হামরা গুলা অমপুরিয়ানহামার গোরত শিখ ঢং- ছাড় -রং- ছাড়রক্ত দিয়া লেখকবিত্বটাক অস্ত্র বানাওজাতির- ভিতি দেখ।ছন্দ গুলাক বজ্র বানাওকথা গুলাক জ্বালা,নিজের কথাত করিয়া দে তুইশত্রুক ঝালা পালা।আর …
শৈশব পেরিয়ে যাওয়া রাস্তা পূর্ণ যুবক হয়েছেবুড়ো বটের সবকটা পাতা ঝরে গেছে।তবুও জননী দাড়িয়ে ঠিক সেখানটায়যেখানে অপেক্ষা কালের কষ্ট নিহিত।মাটিতে ঝরে পড়া শুকনো পাতাও কথা বলেজননীর শুকিয়ে যাওয়া চোখে কতো না বলা কথা।একটা ইতিহাসতাঁর কথা কেউ শুনেনাবিশ্বাস …
যদি বল মরে যাব, তবু বলবেনা তোমায়, যেতে ভুলেভাল যদি নাই লাগে আমায় বল, যাবো অনেক দূরে চলেআমি সেই সব লোকেদের মতো নই, নই তাদের দলেভাল না বাসতে প্রেয়সী, দেয় তার মুখে এসিড ঢেলে।যদি! তুমি ভাল না বাস ক্ষতি নেই, …
“মার্চ ২০১৭” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০১৭ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চেয়েছিলে,পাহাড়চূড়ায় জমে থাকা শুভ্র বরফের অটল গাম্ভীর্যের মাঝে;দিগন্ত রেখায় ছুঁয়ে থাকা নিষ্পাপ মেঘের ভীরু লাজনম্র স্পর্শের শিহরণ।তুমিও সাক্ষী হতে চেয়েছিলে তাদের একান্তে কাটানো মোহাবিষ্ট সময়গুলোর।প্রাণভরে নিঃশ্বাস নিতে চেয়েছিলে প্রাণদায়ী শীতল বায়ুতেফুসফুসের অলিতে গলিতে ছড়িয়ে দিতে চেয়েছিলে …
নব বসন্তে আজি,বিকশিত পত্ররাজি,গুঞ্জরিয়া দলে দলে, আসে মধুকর।ফাল্গুনে ফুল বনে,রং লাগে যৌবনে,প্রজাপতি উড়ে বসে, ফুলের উপর।এলো বসন্ত আজি,নদীকূলে নেই মাঝি,অজয় নদী বয়ে চলে কলকল করে।আম, কাঁঠালের শাখে,বসন্তে কোকিল ডাকে,পথের বাঁকে, গরুবাছুর …
পশ্চিমে গেছ?ওই যে যেখানে রক্তিম সূর্যটা জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তেকোনো এক শীতল স্রোতের কোলে বিসর্জন দেয় নিজেকে।কেন সে বারবার বারবার পোড়ে, প্রতিদিন সাজায় বিসর্জনের নিদাঘ মঞ্চ?সে সব জানতে আমি একদিন গিয়েছিলাম একা,রাগী, ক্লান্ত অথচ সৌম দর্শন প্রশান্ত এক পুরুষের …
কাগজ কলম নিয়েবসে থাকি ঘন্টার পর ঘন্টা ।কিন্তু হাজার চেষ্টা করেও লিখতে পারিনাদু’লাইন কবিতা ।কখনো খানিকটা লিখলেওকবিদের সভায় নিতান্তই হাস্যকর হবে ভেবে ,দলা পাকিয়ে ফেলে দেই ওটা ।দিস্তার পর দিস্তা কাগজ আরডজন ডজন কলম শেষ করেঠোঁটে …
দেমাগে মন ভরি মোরমাটিতে না পড়ে চরণঅবহেলা অবজ্ঞা ভরিউদ্ধত করি আচরন।মানুষের তরে মানুষসবি একসাথে বসবাসউঁচু-নিঁচু ভেদাভেদ ওরেকেনরে শ্রেনিবিন্যাস।শরীর ছাড়লে আত্মামাটি করবে অর্জনকিসের তরে এত ঈর্ষাএসো করি …
বন্ধু আমার মনের খাচায় বাধলো নারে ঘর,পোষা প্রাণীর মতো সেও হইয়া গেল পর। সাত বছরের ভালোবাসা হৃদয় থেকে ছিড়ে,পাষান বন্ধু সেই যে গেলোআসলো না আর ফিরে।জীবন নদীর বুকে এখন বইছে কঠিন ঝড়। চলার …
তুলে ধরি যাপন । অন্য কোন পরিত্রান নেই ।সাম্যতা কি কোনদিন হয় । হয়েছিল । দাঁতে দাঁতে চেপেসংসার নামের এক অজর মানবী চেয়েছিল নিরুদ্বেগ ।তার দুধে ভাতে আজ মাছি হয়ে বসি । চেটে চেটেতুলি পরিত্রান । যাপনের মেধ ও মল্লার । …
"মেঘবালিকা, কেমন আছো অচেনা আকাশে?" খুব চেনা সেই কণ্ঠ শুনে মেয়েটি ভূলে যায়সে এখন আর কোন নক্ষত্রবালকের প্রেমের গল্পের মুগ্ধ পাঠিকা নয়! সে এখন ভারী গহনায় মোড়ানো সুখী গৃহিনীর খোলসে বন্দী ক্লান্ত নারী.. বহুদিন আগে ফেলে আসা এক …
নিজের সলতে আগুন দেয়া যায় কিন্তু বাতাস থামাবে কিভাবে? আকাশের মেঘ হয়তো ভেসে যাবে হৃদয়ের বৃষ্টি তো তোমার চোখে! সূর্যের আলো পৃথিবীতে আসবেই তোমার আইন সেখানে অচল তেল ছাড়াও জ্বলা যায়! সূর্যের আলো নেভানো যায় না।
দ্বিধাগ্রস্ত মন চিনতে পারে কি নিজ সত্তা! এইতো আছি বেশ ...হাট করে খোলা দরোজা অচেনা বকুলের চেনা ঘ্রাণে বাতাস আসা-যাওয়ার জানালার শার্শিতে বন্দী দৃষ্টি দেহ নামক শখের রঙিন খাঁচায় আটকে আছি-- শত শত চাপা আর্তনাদ, …
ফাগুনের একটি দিনযেদিন আমার ভালোবাসা বিসর্জন।ঐ মেয়েটি একটি বদ উদাহরনযার জন্য আমি ফুল আর কবিতাজমা রাখি অসংখ্য এবং প্রদান করি।ও মনে রাখে না আমার টিপসশুধু মাঝে মাঝে সাজগোজ করেভুলাত আমায় তা যেন খেয়ালসাময়িক সে হয়ে উঠতো অনন্যা।
অস্তাচলের সূর্যটা পানকৌড়ির শেষডুব দেখেহস্তরেখার মত পথেও নামায় ঘোলাটে আঁধার,দীর্ঘশ্বাস নিজেও যখন ফেলে আরেকটি দীর্ঘশ্বাস,ফিসফাস জলের কলতানও হয়ে উঠে বেশ নির্ভার! ছুটন্ত ব্যকুলতা যেন মেপে মেপে ফেলে পদক্ষেপপেছন থেকে আগামীর কুয়াশা ধরে ফেলে পদযুগল, একটা মায়াডালে অবসন্ন পাখি …
আজ কোন প্রেম চাই নাভালো লাগছে না গানচাই না চায়ের কাপে তুলতেসমাজ বদলের তুফান!আজ সত্যিই আমি কেঁদেছিআজ তুমিও কেঁদো একটুতোরাও কাঁদিস একটু! না হয় আজ রিকশায় না ই ঘুড়লেনা হয় তোরাও আজ দুটা সিগারেট কম খা
স্বচ্ছতার পসরা সাজিয়ে বসেছিল আজ শিশিরকণামেঘেরাও বলেছিল ধীরে,উড়াল দিতে আজ নেইকো মানা অলস চাদর ডেকেছিল কোমল দুর্বাঘাসে,তবুও আমি বসে আছি আজকে তোমার পাশে।ক্ষণের জন্য ভুলে ছিলাম লক্ষ্য জয়ের আশাহাজার স্বপ্ন মাঝে আজ এক দুঃস্বপ্ন প্রত্যাসা চিরদিনই থেকো তুমি …
আবার ফিরে এলো যে বসন্ত, এলো বৈশাখ।এলো নতুন দিন।সেই সাথে মনে পড়লো কত স্মৃতি, কত কথা,কত না পাওয়ার অপূর্ণ প্রাপ্তি বিরহ,বেদনা।আজ সময় এসেছে গো বিদায় নেবার পালা!হে বন্ধু, তোমার দু'চোখে অনেক অশ্রু ঝরিয়েছি।গত দিনে তোমায় দিয়েছি যে কত …
আমি সুখী -তাই জামা নেই পরিধানে,আমার বিবর্ণ ছেড়া নোংরা বসন -যদি না ডাকে তোমাদের, ভুলে যেও, মোরে। ভালবাসতে যদি না পারভিখারীর মত আর আসবনা , অনেক নির্ঘুম রাত্রি কাটিয়েছি এবার ঘুমাতে দাও নিরবে।
আমি দুই হাজার ষোলতে এসেকেন উনিশশো একাত্তরেই ফিরে যাইআমি মার্চের খেলা যুদ্ধ শুরুরকেন ষোলই ডিসেম্বরের সুখ পাই?আমি যুদ্ধে তার সন্তান বিসর্জনেআজো বাউলের চোখে জল দেখি,খুনি দেশের সাথে খেলা যুদ্ধ এলেআগুন জ্বলে সে চোখে ধিকি ধিকি,সপ্নের ব্যাটে বলে …
স্বরণে আছে আজো, প্রেমে ডুবে আমি কিছু করিয়াছিলাম অর্জন;মূহুর্তেই সব জলাঞ্জলি দিয়ে করিয়াছি বিসর্জন।মনে পরে আজো এই চৈত্রের প্রহরে, সেদিনও ছিল চৈত্র মাস;আজি আমি করিতাছি এহন' আমার স্বপ্ন ধরণীতে বাস।অঘর নিদ্রাই ভাবিতেছিলুম সেই রুপকণ্ঠীনির কথা,আজো মনে পরে তার তীব্র কণ্ঠ; …
আজকে আমরা ঘৃণা করতে ভুলে গেছি, পাপকে ঘৃণা , অন্যায়কে ঘৃণা , মিথ্যাকে ঘৃনা. নোংরামি কে ঘৃণা , আমাদের জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হলে ঘৃণা করতে শিখতে হবে। যখনই আমরা এইসব প্রকৃতঅর্থে ঘৃণা করতে পারব তখনই দেশ মুক্ত হবে নৈরাজ্য থেকে। …
আমার আনন্দদিনে তুমি নারী ব্যথিত হলেজগতটা দুলে ওঠে তিন সেকেন্ডদোলনার কাল থেকে জীবনের আবাল্য সময়একে একে যুক্ত করে মহি সোপানকেউ যদি তরী হও আমি দেব ঢেউসাগর করেছি বশ, অলৌকিক টান!দিনদিন বেড়ে চলে আমার দেনাআলো বায়ু জলের মতো, ব্যথাও …
তোমাকে ভালোবেসে এ হৃদয়টাকেদিয়েছি প্রতিমা বিসর্জন।কপাট খোলা জানালায় আসে যায়অহরহ নিঃশব্দে কত প্রজাপতি;কেমন করে তাদের বলি বলো?হৃদয়টা যে দুঃখের ভজনালয়।ছায়াঢাকা মলিন ঘাস হয়েবেঁচে আছি সেই বৃষ্টিতে ভিজবো বলে,যে বৃষ্টিতে লেখা থাকবেভালোবাসা পাওয়ার জন্যতপ্ত দুপুরের …
আজি বসন্তের এ পড়ন্ত বিকালেএ হৃদয় মন মানবী ঘ্রাণে ভরে গেছেশিমুলের চূড়া ভরে উঠেছে রক্ত কবরীতেপ্রেয়সী মোর,প্রেমের পূজারী আমিহৃদয় মনন,অনল দহনে বাষ্পিতফাগুণের আগুনে ওষ্ঠের স্পর্শেথর থর কম্পন হৃদয় আবরনেহে মায়াবী,তুমি এসেছিলে তিমির রজনীতেজোৎসনা ভরা আম্র কাননেগুল্মের …
রাতে লম্ফতে সলতে চোখে অধমরা প্রানে সপ্তমী একেঁছিলে।তুমি অভয়া,মহালয়ার আগমনী সুর বেঁধে,কোল ছুঁয়ে প্রতিজ্ঞা ছিলকন্যাভ্রূণ নষ্ট করতে দেবো না।কোন এক বাতিঘরে বিসর্জনের বিজয়া আলিঙ্গণ।অজস্র পাপের চ্যালাচামুণ্ডা স্বপ্নভঙের মেঘ বিপদ্গামীর আস্তাবলে গড়াগড়ি যায়।
স্বাধীনতা, একটি নাম, একটি জাতি, একটি দেশ, স্বাধীনতা মানেই ভালোবাসায়, আমরি বাংলাদেশ। স্বাধীনতা, কৃষক-শ্রমিক, মাঝি-মাল্লা আর তাতীঁ,স্বাধীনতা মানেই বিশ্বের সেরা বাঙ্গালী জাতি ।স্বাধীনতা, মায়ের ভাইয়ের ভালোবাসায় ঘেরা, স্বাধীনতা মানেই পিতার আদর্শ, দুরন্ত ঘরে ফেরা।স্বাধীনতা, কোটি প্রাণের হাসি, লাল-সবুজের …
নকশী কাঁথা উড়ন্ত বিকেলখোঁপা খুলে বেরিয়ে আসা চুলসেফটিপিনে আঁচলজলসাঘর নাচের শহরসেতারে মন্ত্রমুগ্ধ প্রহরদূরবর্তী কোনও নগরে বসে
আমি প্রেম থেকে ফিরে এসেআবার প্রেমে পরে যাই,দু দিকের দু রাস্তার মাঝখানে দাড়িয়ে স্থির হয়ে যাই । আমি একমুখী রাস্তায় যেতে চাই।কোন স্মৃতি আমাকে হাতড়ায় পিছনের পথে টেনে নেয়,নতুন উদ্যমে সামনে চললেও সেখানেও বাধা হয়ে দাড়ায় ।
আমি দেখিনি স্বচক্ষেঐ অবিনশ্বরকে কখনো ;তবে আমি তোকে দেখেছি মা, আর তাতেই আমার পূর্ন হয়েছেপ্রভুকে দেখার অতৃপ্ত অভিলাষ ।মা তুই আমার চোখে প্রভুরই প্রতিচ্ছবি,পৃথিবীতে মা তুই ছাড়া কাউকে দেখিনি আমার জন্য এতটা আত্মবিসর্জন দিতে,কখনো কাউকে …