বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
৪ ফেব্রুয়ারী ১৯৮২
গল্প/কবিতা:
১১টি
কবিতা - অধরা (জানুয়ারী ২০১৭)
এক পৃথিবী গল্প
comment
১
favorite
০
import_contacts
৭৮
এক আকাশের নিচে, হাজারো গল্পের ভীড়ে
এক পৃথিবীর সমস্ত কবিতায় গল্পের গভীরে
একটি মৌমাছির কথা, মৌচাকের মধুকোষে
একটি ঢিল একটি গল্প, মৌমাছির কষ্টভূবনে।
একটি ফুলের গল্প লিখি মালির অগোচরে
কেউ কি জানে গল্পের ভিতর কী গল্প আছে
একটি কবিতা একটি মেয়ে, তার জীবনের গল্পে
অল্প কিছু ছন্দ দিয়ে মন্দ হওয়ার নাট্যমঞ্চ।
একটি ছড়া পাখির গানে, ব্যাকুল করা সুরে
দুইয়ের ভিতর এক লুকিয়ে গল্প বলার ছলে।
একটি কথা ইতিবাচক, একটি কথা নেতিবাচক
চমৎকারের সাথে কেমন চলছে খেলা লেজগোবড়ে
একটি শব্দ সুখের সময়, একটি শব্দ সময়ের তালে
গা ভাসিয়ে দিলাম যখন ঐ না স্রোতের টানে।
একটি বর্ণ আলোছায়ার, একটি বর্ণ ভাগ্যের
মিশ্র যখন জীবন ঘড়ি, নয় যে ত্রুটিমুক্ত।
একটি হাসি জীবন শুরু, একটি হাসি জীবনের
আলোছায়ার সাথে কেমন দুই পৃথিবীর গল্প।
একটি গান বাঁচার জন্য, একটি গানে জীবন
বিশ্বাস আর ভালোবাসায় জীবনের যত সুর।
এক আকাশের নিচে, হাজারো গল্পের ভীড়ে
এক পৃথিবীর সমস্ত কবিতায় গল্পের গভীরে