বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
১৪ জানুয়ারী ১৯৬২
গল্প/কবিতা:
২০টি
কবিতা - প্রেম (ফেব্রুয়ারী ২০১৬)
মোট ভোট
৩
প্রেমদিনের পাঁচালী
comment
৫
favorite
০
import_contacts
২৬৭
সন্তোষকুমার ঘোষ বলতেন ;
আমি কবিতা ভালবাসি কিন্তু তার চেয়ে
বেশী ভালবাসি মেয়েদের ।
আমি জানি কবিতা মেয়ের নাম । কবিতা
আমার সখি, কখনো সোহাগ ভরে, অভিমানে
কখনো সংশয়ে
সেও তার প্রবল সম্প্রীতিটুকু ঢেলে দেয় রোজ
আর এক মায়াবী নিরবতা দিয়ে মুড়ে রাখে
লগ্নতা ও শীৎকারের ভাষা ।
আমি কেন নিরব পারি না ? প্রণয়ের
গন্ধ বেজে ওঠে ।
কেন সে যে কবিতা লেখে না ? ভেবে ভেবে
আমিই রাখছি লিখে এই সব সত্যিকথা আজ ।
রেগো না ডিয়ার তুমি, আজ প্রেমদিন
শুভ কামনা রইলো।ভালো থাকুন নিরন্তর....