বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
১ ফেব্রুয়ারী ১৯৭৩
গল্প/কবিতা:
৬২টি
কবিতা - অধরা (জানুয়ারী ২০১৭)
রসায়নের কথা
comment
৪
favorite
০
import_contacts
১০২
১
তখনও রসায়ন শাস্ত্রে আমার হাতেখড়ি হয়নি
তুমি প্রায় প্রায়ই বলতে, কথা আছে- কতো কথা;
ঈশ্বরের দিব্যি!
আমি ভেবেছিলাম, তুমি বলবে---
কার বাগানে কয়টা ফুল ফুটেছে
কার গাছে মৌমাছি বাসা বেঁধেছে
কার শরীরে ভূলতা জোড়া কামড় বসিয়েছে
ইত্যাদি – ইত্যাদি!!
বিশ্বাস করো, তখন আমার একবারও মনে হয়নি
তোমারও একটি লাবণ্যময় বাগান আছে
তোমার বাগানেও সাতরঙ ফুল ফুটে আছে
সেই বাগানে একজন মালীরও প্রয়োজন আছে!!
২
এখন আমি প্রায় প্রায় একলা কথা বলি
এখানে-ওখানে জোড়ায় জোড়ায় ধানশালিক দেখি
আমি রাত ডাকি, আমি চাঁদ ডাকি
এখন আর কেউ আমাকে বলে না
কথা আছে --- কতো কথা------
এখন আমার
সবচেয়ে বড়ো কথা, আমার নীল ডায়েরি আছে
এখন আমি রসায়ন বুঝি
এখন আমি ভালোবাসা খুঁজি-------------!!