বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
১ ফেব্রুয়ারী ১৯৭৩
গল্প/কবিতা:
৬২টি
কবিতা - দ্বিধা (সেপ্টেম্বর ২০১৬)
কিছুতেই বুঝতে পারি না
comment
৭
favorite
০
import_contacts
১৪২
শুনেছি ---------
বোদ্ধা কবিরা কবিতা লিখে না, জীবনের গল্প বলে;
মোটা দাগে বলতে গেলে সবকিছুই এখন খুব ভালো
আছে!
কেবল উর্দি আর আস্তিনের ছোট-খাট ছেঁড়া ফাঁড়া
ছাড়া, ভুলে গেছে জীবনের সব প্রতিশ্রুতি; ঘুটঘুটে
অন্ধকারে শুকিয়ে যাচ্ছে উল্কিপড়া রাতের মানসাঙ্কের
জল পাহাড়, যতোদূর চোখ যায় নগর বাউলের প্রেম
মুদ্রাদোষে মূক সেজেছে; অথচ কী আশ্চর্য! কবিরাও
এখন জেগে জেগে ঘুমায়; এই যেমন ভালোবাসার
কোনো দৈর্ঘ্য, প্রস্থ নেই; তেমনি নেই আমার ঘৃণার!!
কিছুতেই বুঝতে পারি না, যে জীবন জীবনের কথা
ভুলিয়ে দেয় এ কেমন জীবন----------দ্বিধাহীন?
অন্ধকারে শুকিয়ে যাচ্ছে উল্কিপড়া রাতের মানসাঙ্কের
জল পাহাড়'...। অসাধারন জসিম ভাই, অনেক শুভ কামনা আর আমন্ত্রন ।