এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
শুধু একবার ছুয়ে দিলেই পূর্ণতা পাব জাগতিক সকল মায়া উড়িয়ে দেব ছায়ার মতো রৌদ্রের মতো সোনালি রঙ ছড়িয়ে খুঁটে খাব সকল আঁধার ক্রান্তিকালের। সোঁদা গন্ধ পাখির পালক দিয়ে ঘর বুনবো দূর্বা ঘাসের মুকুট পরে উল্লাসে হারাবো শুধু একবার ছুয়ে দ্যাখো, অমর হবো মৃত্যুর মতো তুচ্ছ আর কিছুই রবেনা মাতালের।
জাগতিক সকল মায়া উড়িয়ে দেব ছায়ার মতো --------// অসাধারণ ! চলুক এ হাত অবিরাম .........