এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
স্বপ্ন দেখায় ভীষণ অনীহা মেয়েটির.. অথচ প্রথম যেদিন ছেলেটি দেখা দেয় তার মধ্যরাতের স্বপ্নে, তারপর থেকে সব অন্যরকম.. স্বপ্নের রেশ ঘুমের খোলস ভেঙে আছড়ে পড়েছিল বাস্তবতার নীল শাড়িতে! সে রাতের আকাশে যখন জোছনার রূপালী উঠোনে কাশবন মেঘ.. ঠিক সেই মুহূর্ত থেকে নক্ষত্রেরা সবাই নিখোঁজ! আরো একবার তাকে দেখবে বলে মেয়েটি স্বপ্নে বেঁচে থাকে.. সহস্র রাত কেটে যায় অদেখা মানবের প্রতীক্ষায়! ঘুমের মুল্যে কেনা স্বপ্নগুলো মোমপুতুলের মত নিঃশেষ হয়ে যায়.. তারপর আর কোনদিন ছেলেটিকে কোথাও দেখা যায়নি!
মোমপুতুলের মত নিঃশেষ হয়ে যায়.. অপূর্ব....