বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
গল্প/কবিতা:
১টি
গল্প - কি যেন একটা (জানুয়ারী ২০১৭)
প্রস্থানের দুয়ারে দাড়িয়ে
comment
০
favorite
০
import_contacts
৬৩
হয়তো হেরে গেছি,
তার অর্থ এই নয় যে আমি বরাবরই হেরে যাব।
তুমি হয়তো ঠিক ছিলে, তারও অর্থ এই নয় যে আমি ভুল ছিলাম। তুমি হয়তো জীবনটাকে আমার জায়গা থেকে কখনও দেখনি। যদি দেখতে তাহলে বুঝতে জীবন কত কঠিন, কত নিষ্ঠুর আর কত নির্দয় হতে পারে।
তুমি কি আজও আমাকে সেই ভাবে অনুভাব কর, যেভাবে আমি অনুভব করি।
আজ অনেক বছর পেরিয়ে গেলো, আমার আজও হয়তো জীবনে কোনো পরিবর্তন আসেনি।
তুমি হয়তোবা অনেক পাল্টে গেছো, যার জন্য আজ তোমার আর আমার মধ্যে এত বড় একটা ব্যবধান তৈরি হল।