এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
আশার ডাকে বাসা-বাঁধতে ছেয়েছি যখন, তপ্ত বালুতে বলীন হলো সুখের এই স্বপন। অধিকর্ষে অন্ধ আমি-পুড়া এই মন, লোকালয়ে তবুও হাসি এইতো জীবন।
অস্হির হয়ে ভাবি আমি শুধু সারাক্ষণ, তোমার সাথে হবে কি আর মধুরও মিলন। জানি তুমি ভুলে গেছো করনা স্মরণ, আঁখি-জলের সাথে করি তোমার আলাপন, আমার এইতো জীবন।
পাওয়া হয়নি কিছু আজও করে মন-নিবেশ, শুরু না হতেই টানলে ইতিকথার রেশ। পিছনদিকে স্মৃতি ডাকে....... সামনে মরণ! মাঝ-খানেতে পড়ে কাঁদে স্বাদের এ জীবন। কি আজব এই ভুবন........।