বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
১৯ ফেব্রুয়ারী ১৯৯৩
গল্প/কবিতা:
১০টি
আমার বাবা (জুন ২০১৫)
বাবার অপেক্ষায়
comment
০
favorite
০
import_contacts
১০৯
সেই যে বাবা চলে গেল অন্ধকার নিশীথে
চুপি চুপি দূর অজানায় আমায় একা ফেলে।
তারপর আর কোনোদিন বাবা এলো না ফিরে।
ডাকলো না আমায়, আমার নামটি ধরে।
বললো না আমায়, চল যাই দুজনে গঞ্জের হাটে।
কিংবা বকলো না আমায়, পড়া মুখস্থ করিনি বলে।
আজও আমি প্রতিদিন নিশীথে জেগে থাকি একা,
যদি কোনোদিন বাবা ফিরে এসে দরজায় দেয় টোকা।