এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
খুঁজে খুঁজে ক্লান্ত আমি, তবু আজো খুঁজে পাইনি তারে কাশফুলের ওই নদীর তীরে। যেথায় বসে যায় যে দেখা শান্ত নদীর বুক চিরে চলা সারি সারি সব পাল তোলা নাও। কিংবা ওই দূরের আকাশে, বাদল দিনে যেথায় সাত রঙে রাঙা রামধনু ওঠে। গ্রামের মেঠো পথগুলোতেও অনেক খুঁজেছি তারে, খুঁজেছি শহরের পিচঢালা পথেও। কোনখানেই সে নেই। শুধু চোখ বুজলেই পাই তার শরীরের গন্ধ। শুনতে পারি তার হৃদয়স্পন্দন...
সামাউন বিন আজিজ
প্রথম কথা ফেইসবুক ছিল কিন্তু আপনি সেখানে খোজেননি, দ্বিতীয়ত শরীরের গন্ধ পাওয়া খুব সুবিধার কথা না ......হা হা হা ........ভালো থাকবেন ........
অনেক খুঁজেছি তারে,
খুঁজেছি শহরের পিচঢালা পথেও।
কোনখানেই সে নেই।
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায়
আমন্ত্রন রইল।