বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
২৯ জুলাই ১৯৮৩
গল্প/কবিতা:
২১টি
শীত / ঠাণ্ডা (ডিসেম্বর ২০১৫)
মোট ভোট
৬
খুব জানতে ইচ্ছে হয়
comment
৮
favorite
২
import_contacts
৪৯৬
তুমি শীতকালের মতো এসেছিলে
খুব ক্ষণিকের উষ্ণতা তুমি দিলে
আবার তুমি অজানায় হারিয়ে গেলে
খুব জানতে ইচ্ছে হয় কি পেলে ?
কুয়াশার মতো বোঝার আগেই শেষ
হঠাত করেই তুমি হলে নিরুদ্দেশ
তবু ও আমার কাটে না তোমার রেশ
খুব জানতে ইচ্ছে হয় আছো কি বেশ?
শীতের রাতের মতোই ক্ষণস্থায়ী তুমি
কি করে ভুলে যাই সেই স্মৃতি আমি
সেই রাতের ঘোরে আমার জীবন কাটে
খুব জানতে ইচ্ছে হয় ছিলাম কি আখি পটে ?
কনকনে ঠাণ্ডায় তোমায় উষ্ণ ঠোঁটের ছোঁয়া
আহা এই জীবনের আর হবে না পাওয়া
সেই ছোঁয়া নিয়ে আজ ও বাঁচি সুখে
খুব জানতে ইচ্ছে হয় ছিলে কি খুব দুঃখে ?
শীত কাল শেষ হয়ে আবার এলো বোলো
খুব জানতে ইচ্ছে হয় আছো তো ভালো ?