বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
লেখকের তথ্য
জন্মদিন:
৬ জানুয়ারী ১৯৭৩
গল্প/কবিতা:
৪৯টি
বাবা (জুন ২০১২)
মোট ভোট
৫১
জন্মদাতার প্রতি
comment
৩১
favorite
০
import_contacts
৫৮০
অন্য দেশে ব্যস্ত কোলাহলে হাজার মানুষের ভিড়ে
ছিলাম আমি তোমা থেকে অনেক অনেক দূরে
দূর এক ভিন্ন জনপদ- মহাসাগরের তীরে
হঠাৎ করেই একদিন খবর এলো ইথারে ইথারে
তুমি নেই ইহলোকে- ভাসিয়ে আমাদের দুঃখের সাগরে
কিংকর্তব্যবিমূঢ় আমি এক পলকের তরে
জানি- মানুষ চিরদিন থাকে না বেঁচে এ পৃথিবীর পরে
চলে যেতে হয় অচিনপুরে- অনন্তলোকের ওপারে
যেখানে শুধু আত্মারা চিরকাল বিধাতার খোঁজ করে
প্রকৃতির নিয়মেই চলে গেছো তুমি- জন্মদাতা আমার
তবু কেনো জানি হৃদয়ের ধমনিতে বাজে চির হাহাকার
আবার সাধ জাগে মনে তোমার চিরসান্নিধ্য পাবার
হে আমার জন্মদাতা পিতা! জানি তুমি আর কখনো আসবে না
মাথায় হাত বুলিয়ে দু'দণ্ড শান্তির কথা কখনো আর বলবে না
তবুও তোমার মহান বাণী, স্নেহ-শাসন কোনোদিন আমি ভুলবো না
পঁচিশ নভেম্বর এলেই তুমি যেনো হৃদয়ের আরশিতে ভেসে ওঠো অমলিন
কারণ- এদিনটা যে আমার প্রিয় জন্মদাতা তোমাকে হারানোর দিন।
রচনাকাল: ২৫ নভেম্বর, ২০১০ খ্রিঃ