হয়ত তোমার শহর ভিজবে রোদে
হয়ত তোমার দুপুর ভিজবে ঘামে
হয়ত তোমার স্বপ্ন পুড়বে ক্ষোভে
ভিজলে পুড়লে পাঠিও সবুজ খামে
ভাঁজ খুলে খুলে দেখব সকল দাগ
ঝুল কালি মাখা শহুরে আকাশ জুড়ে
ধূসর মেঘেরা কতটা এঁকেছে বাঁক?
কতখানি ছায়া পড়েছে নিঝুমপুরে?
কতটা বিষাদ ছুঁয়েছে রঙের ডানা?
কতখানি রাত গিলে নেয় জোছনাকে?
কতটা বুঝলে, আরো বাকি থাকে জানা?
কতটা ঝরলে বৃষ্টিরা জমে থাকে-
চোখের কোণায়, বুকের গহীন খাঁদে?
ভাঁজ খুলে খুলে দেখব অথৈ জলে
ডুবে গেলে তুমি- মোহনার ঘূরপাকে
ডুবব, ভিজব- আমিও খেলাচ্ছলে।
কতখানি রাত গিলে নেয় জোছনাকে?
কতটা বুঝলে, আরো বাকি থাকে জানা?
কতটা ঝরলে বৃষ্টিরা জমে থাকে-.....মন টা আবেগে কেপে উঠল ..অসাধারণ কবিতা পান্না ভাই //